মৃত ব্যক্তিদের নাম দিয়ে ১০০ দিনের কাজ শুরু করার চেষ্টার অভিযোগ উঠল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,৯ জুন: ১০০ দিনের কাজ পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্যের সিগনেচার করা সাদা খাতায় মৃত ব্যক্তির নাম রয়েছে বলে অভিযোগ করেন বিজেপি। ঘটনাটি মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায়। স্থানীয় বিজেপি বুথ সভাপতি বিপিন বর্মন অভিযোগ করেন মৃত তিন জন ব্যক্তিকে ১০০ দিনের কাজ পাইয়ে দেওয়ার জন্য পঞ্চায়েত সদস্য সাদা খাতায় তার নিজের সিগনেচার দিয়ে মৃত ব্যক্তিদের নাম তুলেছেন। মৃত ব্যক্তিদের নামে ১০০ দিনের কাজের টাকা তুলে পঞ্চায়েত সদস্য আত্মসাৎ করবেন বলে অভিযোগ করেন। পঞ্চায়েত সদস্য বিজয় বর্মন জানান, মৃত ব্যক্তিদের নামে ১০০ দিনের কাজ করা যায় না, পূর্নাঙ্গ মাস্টাররোল বের করার সময় মৃত ব্যক্তিদের নাম তোলা থাকলে তাদের কে বাদ দিয়ে মৃত ব্যক্তিদের পরিবারের সদস্যদের কাজ দেওয়া হয়। এখানে টাকা আত্মসাতের কোন প্রশ্নই উঠে না, বিজেপির অভিযোগ একেবারে মিথ্যা। রাজনৈতিকভাবে হেয় করার চেষ্টা করছে বিজেপি, এমনটাই জানান সংশ্লিষ্ট বুথের পঞ্চায়েত সদস্য। এব্যাপারে একাধিকবার নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান মহেশ চন্দ্র বর্মন কে যোগাযোগ করা হলে, ফোন না তোলায় বক্তব্য পাওয়া যায়নি। মাথাভাঙ্গা ১ নং ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন জানান, বিজেপির কর্মীরা জোর করে সিগনেচার নিয়ে পঞ্চায়েত সদস্য কে ফ্যাসাদে ফেলার চেষ্টা করছেন, বিজেপি লোকসভা ভোটের পর থেকে নয়ারহাট গ্রাম পঞ্চায়েতে ব্যাপক অশান্তি করেছেন বলে অভিযোগ করেন।