ফিনফিড নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রায়গঞ্জ ও কালিয়াগঞ্জে খাদ্য সামগ্রী বিতরন
বিশ্বনাথ সিংহ,রায়গঞ্জ,১০ জুন:করোনা ভাইরাসের সংক্রমন রোধে দেশ ও রাজ্য জুড়ে চলছে পঞ্চম দফার লকডাউন।সাধারনত দিন আনা দিন খাওয়া মানুষেরা তাদের কাজ কর্ম বন্ধের ফলে পড়ছেন অসুবিধায়।আজ ফিনফিড নামক স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের সুভাষগঞ্জ,মাড়াইকুড়া ও টেনহরি এবং কালিয়াগঞ্জের তরঙ্গপুর ও বিলপাড়া এলাকার প্রায় ২৫টি অসহায় পরিবারের হাতে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন।সংস্থার কো-অর্ডিনেটর সায়ন দাস জানিয়েছেন – গত ২৫শে মার্চ থেকে আজকের ২৪তম দিন পর্যন্ত রায়গঞ্জ,কালিয়াগঞ্জ ও শিলিগুড়ির বিভিন্ন এলাকার প্রায় ৭০০ অসহায় পরিবারের হাতে তাদের সদস্যরা খাদ্য সামগ্রী পৌছে দিয়েছেন এবং আগামী দিনেও এই কর্মসূচী চালিয়ে যাওয়ার কথা বলেছেন।