ঘাটাত নামি প্রতিবাদ করিল ফরওয়ার্ড ব্লক
ধর্মেন সিংহ, করনদিঘী : কলকাতা পোর্ট ট্রাস্টের নাম বদলায় দেওয়ার অভিযোগত আজিকা সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থাকি করনদিঘী বিধানসভার প্রাক্তন বিধায়ক গোকুল রায় আরহ লোকাল কমিটির কর্মকর্তালা প্রতিবাদ আরহ বিক্ষোভ মিছিল করিল করনদিঘীত। প্রাক্তন বিধায়ক গোকুল রায়ের অভিযোগ,কিছু দিন আগত কেন্দ্রিয় সরকার কলকাতা পোর্ট ট্রাস্টের নাম নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম বদলায় শ্যামাপ্রসাদ মুখার্জি নাম করন করি নেতাজিক অপমান করিচে বিজেপি সরকার। পুনরায় নেতাজি সুভাষ চন্দ্র বসুর নাম করার দাবি তলথি ধরা হয় সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থাকি৷হাজির ছিলেন করনদিঘী বিধানসভার প্রাক্তন বিধায়ক গোকুল রায়, লোকাল কমিটির সম্পাদক দিলীপ ঘোষ, লোকাল কমিটির চেয়ারম্যান বর্তুলাল সিংহ সহ দলের কর্মীরা ।