বিদ্যুৎ বিল মুকুবের দাবিতে করনদিঘীতে বিজেপির অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন
বিশ্বনাথ সিংহ,করনদিঘী,১২জুন:করোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে চলছে লকডাউন,আর তাতে কর্মহীন হয়েছে বহু মানুষজন। দেখা দিয়েছে আর্থিক সংকট। আজ উত্তর দিনাজপুর জেলার করনদিঘী বিধানসভার ডালখোলা ও করনদিঘী বিদ্যুৎ অফিসের সামনে বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন দিলেন বিজেপির নেতা নেত্রী সহ কর্মকর্তারা । সংযোজক সত্যনারায়ণ সিংহ জানিয়েছেন,জেলা বিজেপির নির্দেশে তিন মাসের বিদ্যুৎ বিল মুকুবের দাবীতে ডেপুটেশন দেওয়া হল,
আজকের বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি নিখিল চন্দ্র সরকার,করনদীঘি বিধানসভার সংযোজক সত্যনারায়ণ সিংহ, ১৪ নং ও ১৫ A, ১৫ B মন্ডলের সভাপতি রীতা বিশ্বাস, অজয় কুমার সিংহ ও কমল কুন্ডু মহাশয়।এছাড়া ডালখোলা বিদ্যুৎ অফিসে ছিলেন ডালখোলা শহর মন্ডলের সভাপতি হরিমোহন মজুমদার, ডালখোলা শহর মন্ডলের ২ সাধারণ সম্পাদক ভজন দে ও হারাধন ঝা, সহ-সভাপতি গৌতম দে ও শঙ্করী বিশ্বাস।
এবং ১৩ নং মন্ডল সভাপতি বিকাশ চন্দ্র দাস, ও ১৩ নং মন্ডলের সাধারণ সম্পাদক জয়ন্ত নাগ সহ মন্ডলের কার্যকর্তারা।