নেপাল পুলিশের গুলিত মরিল ভারতীয় এক ঝন শ্রমিক আর আহত ২ ঝন
নিউজ ডেস্ক, শিলিগুড়ি,১২ জুন: নেপাল পুলিশের গুলিত মরিল ভারতীয় এক ঝন আর দুই ঝন আহত হৈছে, ঘটনা টা ঘটিচে বিহার রাজ্যের সীতামারির সোনবারসা থানার পিপড়া পরসাইন পঞ্চায়েতের লালবন্দির জানকি নগর বর্ডারত। আহত দুই ঝনক থানীয় হাসপাতাল ভর্তি করিচে বিহার পুলিশ। জানা গেইচে, আজি সাকাল ৯ টাত ভারত নেপাল সীমান্তত দুই পাকের কাজিয়াত গুলি করিছে। গ্রামের মানষি গিলা কন নেপালের পাক থাকি গুলি হৈছে। এসএসবি’র মহা নির্দেশক রাজেশ চন্দ্র কয় এক ভারতীয় পরিবার নেপাল যাবার ধরিছিলো, উমাক নেপাল পুলিশ বাধা দেয়। সেটে থাকি এই কাজিয়া হৈছে বুলি কন। পরে গুলি করি তিন ঝনক নাগে। অন্য পাকে আরহ এক ঝনক নেপাল পুলিশ উমার হেফাজতে নিচে, উমাক ছাড়ের বাদে কতা চলিছে বুলি জানা গেইচে।