ধূপগুড়ির গধেয়ারকুঠীর করোনা আক্রান্ত যুবকের রিপোর্ট নেগেটিভ, ছাড় পেল হাসপাতাল থেকে

নিজস্ব প্রতিবেদক, ধূপগুড়ি: ধূপগুড়ি ব্লকের গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের বগরিবাড়ি এলাকার এক যুবককে গত ১১ই জুন সন্ধ্যায় করোনা আক্রান্ত হওয়ার কারণে জলপাইগুড়ি সারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ১২ই জুন দুপুরে সেই এলাকাটিকে স্যানিটাইজ করা হয় এবং বিকেলে ধূপগুড়ি বিডিও অফিসে ধূপগুড়ির বিধায়ক, বিডিও, জেলা পরিষদের সদস্য, গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের প্রধান, আক্রান্ত এলাকার পঞ্চায়েত সদস্যকে নিয়ে জরুরি প্রশাসনিক বৈঠক হয়। এরপর সেদিন রাতেই ধূপগুড়ি থানার আইসি সুবীর কর্মকার বগরিবাড়ি এলাকায় যান এবং ঐ এলাকাতে বাঁশ দিয়ে ব্যারিকেড দেওয়া হয় ও এলাকাটিকে কনটেইনমেন্ট জোন ঘোষণা করা হয়। আজ শনিবার গধেয়ারকুটি গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত বগরিবাড়ি এলাকার করোনা আক্রান্ত যুবকের রিপোর্ট নেগেটিভ আসে এবং তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। গধেয়ারকুটি গ্রাম পঞ্চায়েতের প্রধান ধর্ম নারায়ণ রায় বলেন, ঐ যুবকের রিপোর্ট নেগেটিভ আসার পর তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আপাতত খবর কনটেইনমেন্ট জোনে থাকা নয়টি বাড়ির বেশিরভাগ মানুষই চাইছেন ১৪ দিন থাকুক কনটেইনমেন্ট জোন। তবে স্বস্তি ফিরিছে এলাকায় যুবক আজকে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবরে। তবে ঐ যুবক এই মুহুর্তে বাড়িতে ঢুকতে পারবে না, কারণ এখনো ঐ এলাকাটি কনটেইনমেন জোনের অধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *