ঘুড়ি ওড়াতে গিয়ে মৃত্যু শিলিগুড়িতে
সঞ্জয় হালদার, শিলিগুড়ি, ১৩ জুনঃ ঘুড়ি ওড়াতে গিয়ে আজ শিলিগুড়ি হায়দারপাড়া মার্কেট কমপ্লেক্সের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনার খবর পাওয়ার পরে ভক্তিনগর থানার পুলিশ এসে মৃতদেহটি নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর তথা কো-অর্ডিনেটর সত্যজিৎ অধিকারীও ঘটনাস্থলে এসে উপস্থিত হন । স্থানীয় সূত্রে জানা গেছে হায়দরপাড়া মার্কেট কমপ্লেক্সে মাঝে মধ্যে ঘুড়ি ওড়ানোর জন্য যুবকরা ভিড় করে, আজও একটি ছেলে ঘুড়ি ওড়াবার জন্য ছাদের উপরে উঠে তখন হঠাৎ করে ছাদের উপরে যে প্লাস্টিকের টিন রয়েছে সেই টিন ভেঙে নিচে পড়ে গিয়ে মারা যায়। ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, জানা গেছে ওই যুবক স্থানীয় এলাকার বাসিন্দা।