বিবাহবার্ষিকীতে বিশেষ চাহিদাসম্পন্নদের খাওয়ালেন বণিক দম্পতি
নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : বিবাহবার্ষিকীর রজত জয়ন্তী উপলক্ষে আজ পাতলাখাওয়া জ্ঞানদীপ প্রতিবন্ধী প্রশিক্ষণ কেন্দ্রের ৫৫ জন বিশেষ চাহিদা সম্পন্নদের পেট পুরে খাওয়ালেন অজিত বণিক নামে কোচবিহার শহরের এক ব্যাবসায়ী। খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, সবজি, মাছ, মাংস, ফ্রায়েড রাইস, চাটনি, দই ও মিস্টি। খাবার পেয়ে খুশি বিশেষ চাহিদাসম্পন্নরা।
ওই প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালন সমিতির সভাপতি তথা বঙ্গীয় প্রতিবন্ধী কল্যাণ সমিতির জেলা সম্পাদক লুৎফর রহমান জানান অজিতবাবু তাঁদের বিবাহবার্ষিকীর ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই আয়োজন করেছেন। আমাদের এই প্রশিক্ষণ কেন্দ্রের আবাসিকরা ছাড়াও অন্যান্য প্রতিবন্ধীরাও হাজির হয়েছিলেন। শেষে তিনি তাদের সকলের হাতে বেশকিছু খাদ্য সামগ্রী ও নগদ ৫০ টাকা করে তুলে দিয়েছেন। তাঁর এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকেই।