বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে বৃক্ষরোপণ আমবাড়িতে

নিজস্ব প্রতিবেদক, কোচবিহার : কোচবিহার-২ ব্লকের আমবাড়ি নন্দনাথ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে আজ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হল। আমবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান করুণাকান্ত রায়, স্থানীয় পঞ্চায়েত সদস্য কুলেন্দ্রনাথ রায়, বিদ্যালয় প্রতিষ্ঠাতা সদস্য খগেন্দ্রনাথ দলাই প্রমুখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন সিংহ জানিয়েছেন ১৯৬৩ সালের আজকের দিনে আমাদের বিদ্যালয়ের প্রতিষ্ঠা হয়। বিভিন্নভাবে আমরা বিদ্যালয়ের সার্বিক উন্নতির চেষ্টা করে যাচ্ছি। এতে এলাকাবাসী ও স্থানীয় গ্রাম পঞ্চায়েতও সবসময় আমাদের পাশে থাকে। বিদ্যালয়টি ৬ বিঘা জায়গা নিয়ে অবস্থিত। একদিকে একটি বাগান রয়েছে। এছাড়াও আরও অনেক জায়গা ফাঁকা রয়েছে। তাই বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে ওই ফাঁকা জায়গাগুলিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজের প্রকল্প থেকে বিদ্যালয়ের মাঠে মাটি ফেলা হচ্ছে। তার মধ্যেই আজ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দুই শতাধিক গাছের চারা রোপণ করা হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *