উপজন দিনের পার্টি দিবে না মিঠুন (করোনা-সুশান্ত)
শিলিগুড়ি: আজি অভিনেতা মিঠুন চক্রবর্তীর উপজন দিন। কিন্তু এই বার উপজন দিনের পার্টি দিবে না। কারন এক পাকে গাবুর অভিনেতা সুশান্ত সিংহের মরন আর গোটায় বিশ্বত করোনা আক্রান্ত। অভিনেতার এক নিকটাত্মীয় কয়, গোটা দেশত করোনা ভাইরাসের দাপট দিনের পর দিন বারির ধরিচে, আর সরকারি নির্দেশ সগাকে মানা খায়, তায় এই নাকান উজ্জোগ বুলি জানা গেইচে। অন্য পাকে গাবুর অভিনেতা সুশান্ত সিং রাজপুত এর মরন হলিউড, টিলিউড আর বলিউডের কাওয়ে মন থাকি মানি নিবার পাবার ধরিচে না, তায় সগাকে ডিপ্রেশন থাকি মুক্তি পাইতে আটুস আবদার করিছে।