নয়ারহাটে পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করলেন তৃনমূল কংগ্রেস
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১৬ জুন: তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন মাথাভাঙ্গা ১ নং ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার ইচ্ছাগঞ্জ এবং পানিগ্রামের ধামেরডাঙ্গায় হোম কোয়ারেন্টাইনে থাকা পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী বিতরণ করা হলো। সংশ্লিষ্ট ব্লকের পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি মজিরুল হোসেন জানান, এদিন বৃষ্টিকে উপেক্ষা করে ইচ্ছাগঞ্জে ৮ জন এবং ধামেরডাঙ্গা এলাকায় হোম কোয়ারেন্টাইনে থাকা ২৫ জন পরিযায়ী শ্রমিকদের চাল,ডাল,তেল, বিস্কুট প্রভৃতি খাদ্য সামগ্রী দেওয়া হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের শিতলখুচী বিধানসভা ভিত্তিক কমিটির সদস্য তথা পঞ্চায়েত সদস্য প্রেমানন্দ রায়, নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মন এবং পঞ্চায়েত সদস্য নীরেন বর্মন।
পঞ্চায়েত সদস্য নীরেন বর্মন জানান, দলীয়ভাবে এদিন পরিযায়ী শ্রমিকদের খাদ্য সামগ্রী দেওয়া হলো, এবং ভবিষ্যতেও দেওয়া হবে বলে জানান।