ভোজন রসিক কামতাপুরি মাছ ধরার উৎসাহে মেতে উঠলো বাড়ির বড় থেকে ছোট সকলেই
বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,১৬জুন: আলিপুর আবহাওয়া দপ্তর তথ্য অনুযায়ী ১২ ই জুন সারা রাজ্যসহ উত্তরবঙ্গেও বর্ষা আগমনের পূর্বাভাস দিয়েছিল। সেই নিরিখে গত কয়েকদিন ধরে সারা উত্তরবঙ্গ জুড়ে বিভিন্ন জেলায় চলছে মশুল ধারে বৃষ্টি। ইতিমধ্যে প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের বিভিন্ন নদীর উপকূলবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে।
একইভাবে মাথাভাঙ্গা ২ নং ব্লকে দু’দিন যাবত মুষলধারে বৃষ্টির জলে খাল বিল পুকুর নদ-নদী প্রায় ভরে গিয়েছে ফলে দেখা মিলছে বিভিন্ন প্রজাতির মাছের। আর এই বৃষ্টির মাঝেও ভোজন রসিক কামতাপুরিরা,বিভিন্ন মাছের স্বাদ নিতে মেতে উঠেছে টঙ্গী, জাল, নাপিজাল ,ফাঁসি জাল সহ বিভিন্ন ভাবে মাছ ধরতে। একাবাসী প্রণব বর্মন জানান সকালে বৃষ্টিতে প্রায় ১কেজি পুটি মাছ মেরেছে, অপরদিকে নিতেই রায়, রঞ্জন বিশ্বাস, চন্দন সরকাররা বলেন যত বেশি বৃষ্টির হবে মাছ ততবেশি হবে। আগের বছরগুলোতে বন্যা হলে মাছের দেখামিলত ,কিন্তু এবার বর্ষা শুরু আগমুহূর্তে কই মাগুর সিংহি,শোল, পুটি, সহ বিভিন্ন প্রজাতি মাছের দেখা মিলছে ।
তাই ভোজন রসিক কামতাপুরি বৃষ্টির মাঝেও বাড়ির বড় থেকে ছোট সকলেই বিভিন্ন মাছ স্বাদ নিতে মাছ ধরার উৎসাহে মেতে উঠেছে।