বর্ষার শুরুতেই জলমগ্ন ফুলবাড়ি
সৌমিত্র বর্মন ,ফুলবাড়ি,১৬ জুন :-বর্ষার শুরুতেই জলমগ্ন হলো মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ি অঞ্চলের বিভিন্ন এলাকা।সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত লাগাতার বৃষ্টিতে ফুলবাড়ি অঞ্চলের ছাড়ার পার, নবগঞ্জ, ফুলবাড়ী, মোরঙা বালাসি এলাকার বেশকিছু রাস্তার উপর দিয়ে জলের স্রোত বইছে, বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়েছে।ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান ধনঞ্জয় অধিকারী জানান, ঢ্যাপবাড়ি এলাকায় ডুডুয়া নদীর জল ঢুকেছে, রাঙাপানি বালসিতে বেশ কিছু বাড়ি জলমগ্ন হয়েছে বলে খবর এসেছে।