ফালাকাটার কালাপানিতে মাছ ধরতে গিয়ে নদীতে তলিয়ে গেল এক যুবক

মাছ ধরতে গিয়ে পা পিছলে নদীতে তলিয়ে মারা গেল এক যুবক। ঘটনাটি ঘটেছে ফালাকাটা ব্লকের ধনীরামপুর ২ নং গ্রাম পঞ্চায়েতের ঘাটপাড় সরুগাঁও গ্রামের কালাপানি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ডুডুয়া নদীতে মাছ ধরতে যায় কালাপানি এলাকার বাসিন্দা একুশ বছরের যুবক চন্দন রায় । হঠাৎ পা পিছলে গিয়ে ভরা নদীতে পড়ে যায় ঐ যুবক। নদীতে তলিয়ে যায় ঐ যুবক। স্থানীয় মানুষ ও প্রশাসনের কর্মীরা দীর্ঘক্ষণ ধরে খোঁজাখুঁজি করে নদীর জলে। পরে মৃতদেহ ভেসে ওঠে। ঘটনাস্থলে জটেশ্বর ফাঁড়ির পুলিশ রয়েছে। মৃতদেহের ময়না তদন্ত করা হবে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *