পুলিশ কর্মীদের চব্যনপ্রাস প্রদান করলেন মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন

পরিমল বর্মন, ঘোকসাডাঙ্গা,১৬ জুন:- করোনা পরিস্থিতিতে দিন রাত কাজ করে চলেছেন ডাক্তার, স্বাস্থ্য কর্মী, আশা কর্মী,পুলিশ কর্মীরা। তাই শারীরিক ক্ষমতা ঠিক রাখতে
মঙ্গলবার ঘোকসাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কর্মীদের হাতে চবনপ্রাস তুলে দিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যান দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন।
পুলিশ সূত্রে জানা গেছে ,মঙ্গলবার সকালে এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন ঘোকসাডাঙ্গা থানায় কর্মরত পুলিশ কর্মী, সিভিক পুলিশ দের হাতে চবনপ্রাস তুলে দেন।এই চবনপ্রাস প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থানার ওসি দেবাশীষ রায়।মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন জানান ,করোনা পরিস্থিতিতে চিকিৎসক, নার্স, পুলিশকর্মী,সাফাইকর্মী তারা সামনে থেকে লড়াই করছেন।তাদের সন্মান জানানো উচিৎ।তাদের জন্যই আমরা নিরাপদে আছি,সুষ্ঠ আছি।তাদের শরীরে রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধিতে চবনপ্রাস এক উলেখযোগ্য ভূমিকা পালন করে।তাই এদিন পুলিশ কর্মীদের চবনপ্রাস তুলে দেওয়া হল। বিনয় বাবুর এই উদ্যোগে খুশি ঘোকসাডাঙ্গা থানার ওসি সহ সকল পুলিশ কর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *