সগারে চখু ভারত চীন সীমান্তত, জিউ গেইল ৬৩!
নিউজ ডেস্ক: মুখামুখি সংঘর্ষত জিউ গেইচে ২০ ঝন ভারতীয় সেনাবাহিনীর,আগত ১ ঝন অফিসার সহ দুই ঝন জওয়ান মরিচে। আর সৈন্ধ্যাৎ খবর আইসে আরহ ১৭ ঝন সৈনিক মারা গেইচে। উল্টা পাকে এ এন আই রিপোর্ট অনুযায়ী পিপলস লিবারেশন আর্মির ৪৩ ঝন চীনা সেনার জিউ গেইচে বুলি দাবি। গোটায় ঘটনা টা ঘটিচে ভারত চীন সীমান্তের লাদাখ গালওয়ান উপত্যকাত। অন্য পাকে দুই দেশের দাবি কোন গুলা গুলি হয় নাই।