বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেপ্তার বিজেপির যুব নেতারা
সঞ্জয় হালদার, শিলিগুড়ি:
লাদাখের ভারত-চীন সীমান্তে সাম্রাজ্যবাদ চীনের হামলার প্রতিবাদে আজ ভারতীয় জনতা যুব মোর্চা এবং শিলিগুড়ি সাংগঠনিক জেলার পক্ষ থেকে ভেনাস মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়।চীনের পতাকা ও চীনের রাষ্ট্রপতির কুশপুতুল দাহ করা হয় । কর্মসূচি শান্তি পূর্ণ ভাবে অনুষ্ঠিত হলেও জেলা সাধারণ সম্পাদক শ্রী সৌরভ সরকার, সম্পাদক শ্রী প্রীতম সিংহ, শ্রী নীলাভ ঘোষাল, শ্রী অনিত দাস সহ জন যুব কার্যকর্তাকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যায় । এই প্রসঙ্গে জেলা যুব সভাপতি শ্রী কাঞ্চন দেবনাথ, শিলিগুড়ি পুলিশের প্রতি ধিক্কার জানিয়ে বলেন “যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী দুই শহীদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন সেখানে শিলিগুড়ি পুলিশের এই আচরণ খুবই দুর্ভাগ্যজনক। জাতীয়তাবাদের স্বার্থে যদি যুবদের জেলে যেতে হয়, আমরা জেলে যেতেও প্রস্তুত।”