পরিযায়ী শ্রমিক লাক সাহায্য করিল তৃনমূল কংগ্রেস
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,১৮ জুন: আজি মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের নয়ারহাট অঞ্চলের ফুকটিডাঙ্গাত থাকা পরিযায়ী শ্রমিক লাক চাউল ডাইল তেল, নানান নাকান খাদ্য সামগ্রী বিলি করিল তৃনমূল কংগ্রেস। ভিন রাজ্য থাকি ফেরত পরিযায়ী শ্রমিক লা নিজের উজ্জোগত বাড়ির বায়রাত বেসরকারি ভাবে কোয়ারেন্টাইন সেন্টারত থাকির ধরিচে। তায় উমার খাবার দাবারের সমস্যা হবার ধরিচে, তায় আগে আসিছে তৃনমূল কংগ্রেস। মাথাভাঙ্গা ১ নাম্বার ব্লকের পঞ্চায়েত সমিতির ঢোকা গড়েয়া মজিরুল হোসেন কন দলের পক্ষ থাকি ৩০ ঝন পরিযায়ী শ্রমিক লাক খাদ্য সামগ্রী দিলি, এটে হাজির আছিল গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশ চন্দ্র বর্মন, পঞ্চায়েত মেম্বার পরেশ বর্মনের নগত থানীয় তৃনমূল কংগ্রেসের নেতা লা। খাদ্য সামগ্রী পায়া খুশি পরিযায়ী শ্রমিক লা।