একশো দিনের কাজে একদিনে প্রায় দেড় লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করল কোচবিহার জেলা প্রশাসন
রাহুল দেব বর্মন ,কোচবিহার –
করোনা আবহে একদিনে প্রায় দেড় লক্ষ মানুষের কাজের ব্যবস্থা করে রেকর্ড গড়লো কোচবিহার জেলা প্রশাসন।
এদিন ১০০ দিনের প্রকল্পের আওতায় থাকা কোচবিহার জেলায় ১ লক্ষ ৪১ হাজার ৬৩৪ জন শ্রমিক কাজ করেছেন।
এই রেকর্ড সংখ্যক সংখ্যায় মানুষ কাজ করেছেন বলে জানান কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান।
এই করোনা আবহে বহু মানুষ কাজ হারিয়েছেন এর সাথে ফিরে এসেছেন জেলার বিভিন্ন প্রান্তে থাকা বহু পরিযায়ী শ্রমিক। এর ফলে বহু পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছে। এরপর রাজ্য সরকারের ১০০ দিনের প্রকল্পের আওতায় থাকা সাধারণ মানুষদের কাজের ব্যবস্থা করার পরিকল্পনা নেওয়া হয় জেলা প্রশাসন থেকে।
কোচবিহার জেলা শাসক পবন কাদিয়ান জানেন আমরা প্রথম থেকেই চেয়েছিলাম যাতে এই কাজে অনেক বেশি সংখ্যক মানুষকে নিযুক্ত করা যায়।
সেই চেষ্টা সফল করেছে কোচবিহার জেলা প্রশাসন।
আজ পুরনো সব রেকর্ডকে ভেঙে দিয়ে সর্বোচ্চ সংখ্যায় সাধারণ মানুষ ১০০ দিনের প্রকল্পের কাজে যোগ দিয়েছেন।