স্টেশন ছাড়াই দাঁড়ালো কর্মভূমি এক্সপ্রেস, নেমে আসলেন পরিযায়ী শ্রমিক
সুবল গোপ, চোপড়া: স্টেশন ছাড়াই চোপড়ার পাগলিগছ রেল গেটের কাছে হঠাৎ দাঁড়িয়ে পড়ল আপ কর্মভূমি এক্সপ্রেস। ট্রেন থেকে নেমে পড়ল নয়জন পরিযায়ী শ্রমিক। প্রত্যক্ষদর্শীরা দেখে অবাক। তাদের কথায় রেল গেট বন্ধ, গেটের দুপাশে দাড়িয়ে আছে বাইক ও চার চাকা গাড়ি। সবুজ ঝান্ডা দেখিয়ে সিগন্যাল দিচ্ছিলেন গেট ম্যান। তবুও দাঁড়িয়ে পড়ল ট্রেন। ট্রেন পার হয়ে যাওয়ার কিছুক্ষণ পর দেখা গেল বড় বড় বেডিং নিয়ে ওই ট্রেনের নয়জন যাত্রী নেমে পড়েছেন ট্রেন থেকে। তাদের জিজ্ঞাসা করে জানা গেল,
তারা পাঞ্জাবের লুধিয়ানা থেকে কর্মভূমি এক্সপ্রেস ট্রেনে করে বাড়ি ফিরেছেন। এখানে তো স্টেশন নেই, ট্রেন কিভাবে এখানে দাড়াল? তাহলে কি চেন টেনে আপনারা ট্রেন দার করিয়েছেন এ প্রশ্নের উত্তরে এড়িয়ে তারা জানান, ট্রেন এখানে নিজেই দাড়িয়েছে। এবং তারা আরও জানান যে তাদের কয়েকজনের বাড়ি দার্জিলিং জেলার ফাঁসীদেওয়া ব্লকের চটহাট এলাকায় বাকি কয়েকজনের বাড়ি উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের ভৈসপিটা এলাকায়। তারা ধূমডাঙ্গী ভেবে ভুল করে এখানে নেমে পড়েছেন।