অভিনব পদ্ধতিতে সূর্য গ্রহণ দেখতে ভীড় কাচাকালিতে
সুবল গোপ,চোপড়া,২১জুন: আজ পূর্ণ বলয় গ্রাস সূর্য গ্রহন।বিজ্ঞানের যুগে মানুষ নানা ভাবে গ্রহন দর্শনে মেতে উঠেছেন । আবার পুরোনো দিনের রীতি মেনে এখনো গ্রামের মানুষ কাঁসার থালায় জল ভরে উঠোনে বসিয়ে দিয়ে সেই থালার জলে সূর্যের ছায়ার মাধ্যমে সূর্য গ্রহণ দর্শন করেন ।কিন্তু,আধুনিক যুগের মানুষ অভিনব কায়দায় এক্সরে প্লেট এর মাধ্যমে সূর্য গ্রহন অনায়াসে দর্শন করলেন ।এমনই দৃশ্য দেখা গেল চোপড়ার কাঁচাকালিতে।প্রদীপ শর্মা, মহঃ সেলিম প্রদীপ ঘোষ চন্দন এক্কা রা জানান ,তারা এক্সরে প্লেটের মাধ্যমে বলয় গ্রাস সূর্য গ্রহন ভালো ভাবে দর্শন করেছে ।