স্বাস্থ্য বিধি মেনে সাধনপুরে জগন্নাথ দেবের পুজো অনুষ্ঠিত হল
ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর : করনদিঘী ব্লকের টুঙ্গিদিঘী সংলগ্ন সাধনপুর রথ মেলার সরকারি অনুমতি না পাওয় এবার সরকারি নির্দেশিকা ও স্বাস্থ্যবিধি মেনে সাধনপুরের জগন্নাথ মন্দিরে শুধুই পুজো অনুষ্ঠিত হল । তবে এবার মেলা বন্ধ থাকলেও ভক্তরা স্বাস্থ্যবিধি মেনে পুজো দিতে আসে । করনদিঘী ২ নং গ্রাম পঞ্চায়েত তথা সাধনপুর বুথের মেম্বার খগেন্দ্র নাথ সিংহ জানিয়েছেন, স্বাধীনতার পর থেকে প্রায় ৬৫ বছর ধরে জগন্নাথ দেবের মেলা ও পুজো হয়ে আসছে । করোনা ভাইরাস জেরে এইবার প্রথম মেলা বন্ধ রাখতে হচ্ছে ।