মাথাভাঙ্গা মহাকুমাজুড়ে পালিত হলো আত্ম-বলিদান দিবস
নিউজ ডেস্ক,মাথাভাঙ্গা,২৩ জুন: মাথাভাঙ্গা ১ নং ব্লকের প্রায় প্রত্যেক বুথে বিজেপির পক্ষ থেকে এদিন ডঃ শ্যামাপ্রসাদ মূখার্জীর আত্ম-বলিদান দিবস পালন হলো। সংশ্লিষ্ট ব্লকের গোপালপুরে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শ্যামল বর্মন, কৃষ্ণকমল বর্মন, সুমন্ত রায়। অন্য দিকে শিতলখুচী ব্লকের আমতলা গ্রামে বিজেপির পক্ষ থেকে পালন করা হয়, এখবর জানান শিতলখুচীর বিজেপি নেতা দেবাশীষ বর্মন, পঙ্কজ অধিকারী। আরও সংশ্লিষ্ট ব্লকের ছোট শালবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার সর্বেশ্বর জয়দুয়ার ২৬২ নং বুথে বিজেপির পক্ষ থেকে আত্ম-বলিদান দিবস পালন করে, উপস্থিত ছিলেন বিজেপির বুথ সভাপতি মন্টু বর্মন।