করোনা আবহের মধ্যেই দলবদল
নিজস্ব সংবাদদাতা, কোচবিহার : করোনা আবহের মধ্যেই কিছুদিন যাবৎ জেলাজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক দলবদলের পালা। মঙ্গলবার কোচবিহার-২ ব্লকের পাতলাখাওয়া গ্রাম পঞ্চায়েতের পুটিমারী এলাকায় এক প্রভাবশালী বিজেপি নেতা শান্তি বিশ্বাস সহ ২৭ টি পরিবারের ১০৫ জন মানুষ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে বলে তৃণমূলের জেলা কার্যনির্বাহী সভাপতি পার্থপ্রতিম রায় জানিয়েছেন। তিনি আরও বলেন করোনা মোকাবিলায় বর্তমান রাজ্য সরকারের প্রসংশনীয় ভূমিকায় অভিভূত হয়ে এবং লক ডাউন চলাকালীন তৃনমূলের নেতা কর্মীরা যেভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন তাতে মানুষ ভরসা পেয়ে বিজেপি ছেড়ে তৃনমূলে ফিরছেন। এদিন পাতলাখাওয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি নাসিরুদ্দিন মিয়াঁ, সম্পাদক বেলাল কাজী, গ্রাম পঞ্চায়েত প্রধান গৌতম রায় প্রমুখ উপস্থিত ছিলেন।