দুই দুইটি শ্মশানে ঘুরেও মিললো না ঠাঁই, শেষে জওয়ানের শেষকৃত্য জঙ্গলে!
বিজয় চন্দ্র বর্মন , মেখলিগঞ্জ,২৪ জুনঃ করোনা রিপোর্ট নেগেটিভ হওয়া সত্বেও গ্রামবাসীদের বাঁধাদানে ঘন্টার পর ঘন্টা শ্মশানে শ্মশানে ঘুরেও মিললো না ঠাঁই। অবশেষে প্রশাসনের সহযোগিতায় জামালদহের জঙ্গলে শেষ কৃত্য সম্পন্ন করা হলো দিল্লি ফেরত চিকিৎসাধীন অবস্থায় মৃত মেখলিগঞ্জের জওয়ানের। মঙ্গলবার দিন বিকেল চারটে থেকে রাত এগারোটা পর্যন্ত মৃতদেহ নিয়ে এভাবেই হেনস্থার শিকার হতে হয়েছিল মৃতর পরিবারের, অভিযোগ। এমনকি জামালদহের কোনও শ্মশানেই দেহ দাহ করতে দেওয়া হয়নি বলে মৃতর পরিবারের অভিযোগ। পুলিশের হস্তক্ষেপেও নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন গ্রামবাসীরা। অবশেষে গভীররাতে জামালদহের জঙ্গলে দেহ দাহ করা হয়েছে। আর এরকমই অমানবিক ঘটনার সাক্ষী হয়ে থাকলো মেখলিগঞ্জ ব্লকের জামালদহ।