শিতলখুচী বিডিও অফিসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন সহ বিক্ষোভ দেখান সারা ভারত কৃষক সভা সংগ্রাম কমিটি
সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২৫ জুন: গোটা রাজ্যজুড়ে সারা ভারত কৃষক সংগ্রাম কমিটির ঘোষিত অনুযায়ী আজ কোচবিহার জেলার শিতলখুচী ব্লকের সংগঠনের পক্ষ থেকে বিডিও অফিসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন।
*সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট খোলা দাবি সহ
*কর্পোরেট লুন্ঠনের দলিল কৃষক বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল করা,
*মোট উৎপাদন খরচের দেড় গুণ দামে গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান, পাটসহ অন্যান্য ফসল কিনতে হবে,
*সমস্ত কৃষকের সব ধরনের কৃষি ঋণ মকুব করতে হবে।
*আমফান ঘূর্ণিঝড়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে। দ্রুত যথাযথ ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।
*পিএম কৃষাণ-নিধি প্রকল্পের ৬০০০ টাকা এবং রাজ্য কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকা প্রতিটি কৃষককে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
*খেতমজুরসহ সব গরিবদের রেগা বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে।
*কৃষি কাজকে রেগা প্রকল্পের আওতায় আনতে হবে।
*সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমস্ত করোনা আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করতে হবে। এরকম ১৫ টি দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হরিশ চন্দ্র বর্মন।