শিতলখুচী বিডিও অফিসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন সহ বিক্ষোভ দেখান সারা ভারত কৃষক সভা সংগ্রাম কমিটি

সঞ্জয় কুমার বর্মন, মাথাভাঙ্গা,২৫ জুন: গোটা রাজ্যজুড়ে সারা ভারত কৃষক সংগ্রাম কমিটির ঘোষিত অনুযায়ী আজ কোচবিহার জেলার শিতলখুচী ব্লকের সংগঠনের পক্ষ থেকে বিডিও অফিসে ১৫ দফা দাবি নিয়ে ডেপুটেশন দিলেন।

*সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট খোলা দাবি সহ

*কর্পোরেট লুন্ঠনের দলিল কৃষক বাণিজ্য অর্ডিন্যান্স বাতিল করা,

*মোট উৎপাদন খরচের দেড় গুণ দামে গ্রামে গ্রামে ক্যাম্প করে সরকারি উদ্যোগে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান, পাটসহ অন্যান্য ফসল কিনতে হবে,

*সমস্ত কৃষকের সব ধরনের কৃষি ঋণ মকুব করতে হবে।

*আমফান ঘূর্ণিঝড়কে জাতীয় বিপর্যয় হিসাবে ঘোষণা করতে হবে। দ্রুত যথাযথ ত্রাণ ও পুনর্বাসন প্যাকেজের ব্যবস্থা করতে হবে। ক্ষতিগ্রস্ত কৃষকদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে।

*পিএম কৃষাণ-নিধি প্রকল্পের ৬০০০ টাকা এবং রাজ্য কৃষক বন্ধু প্রকল্পে ৫০০০ টাকা প্রতিটি কৃষককে দেওয়ার ব্যবস্থা করতে হবে।

*খেতমজুরসহ সব গরিবদের রেগা বছরে ২০০ দিন কাজ ও দৈনিক ৬০০ টাকা মজুরি দিতে হবে।

*কৃষি কাজকে রেগা প্রকল্পের আওতায় আনতে হবে।
*সাধারণ মানুষের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সমস্ত করোনা আক্রান্ত রোগীদের বিনা পয়সায় চিকিৎসা করতে হবে। এরকম ১৫ টি দাবি নিয়ে ডেপুটেশন দিয়েছেন। উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক হরিশ চন্দ্র বর্মন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *