সয়দাবাদ চা বাগানের শ্রমিকদের চাল প্রদান
মিন্টু সিংহ,বিধাননগর ২৮ মার্চ: রবিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ ফাঁসিদেওয়া ব্লকের সয়দাবাদ চা বাগানের শ্রমিকদের চাল প্রদান করেন। এদিন ১০০জন শ্রমিকে ৫কেজি করে চাল তুলে দেওয়া হয়। শ্রমিকরা খাদ্য সামগ্রীর অভাবোধ করছিল তার জন্য চাল তুলে দেওয়া হয় জানায় শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষ।