দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পথ অবরোধ ময়নাগুড়িতে
বাপ্পা রায়, ময়নাগুড়ি: পেট্রল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের অস্বাভাবিক মূল্যে বৃদ্ধির প্রতিবাদে রবিবার ময়নাগুড়ি ট্রাফিক মোড় এলাকায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো বাম ছাত্র যুব মহিলারা। এদিন তারা একটি মিছিল করে ময়নাগুড়ি শহর পরিক্রমা করে ময়নাগুড়ি ট্রাফিক মোড়ে এসে পথ অবরোধ করেন। মূলত যেভাবে জিনিস পত্রের মূল্য বৃদ্ধি হচ্ছে তার প্রতিবাদ জানাতেই এই বিক্ষোভ বলে জানান সংগঠনের পক্ষ থেকে। এসএফআই এর জেলা কমিটির সভাপতি রাজিউল ইসলাম বলেন, ” পেট্রোল, ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিস পত্রের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদেই আজকের এই পথ অবরোধ করে বিক্ষোভ মিছিল।”