ফালাকাটাত বিজেপি ছাড়ি তৃণমূলত ৩০
বুবাই উৎপল, ফালাকাটা: ফালাকাটা ব্লকের জয়চাঁদপুর গ্রামের ১৩/১৭৩-১৭৪ পার্ট বিএড কলেজ এলাকাত ক্ষিতীষ বর্মণের উজ্যোগোত সুভাষ বর্মণের নেতৃত্বত মোট ৩০জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করিল। উপস্থিত আছিল ফালাকাটা ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি গোপাল পদ সরকার , সম্পাদক জগদানন্দ রায় , অঞ্চল সভাপতি রত্নেশ্বর রায়, কার্য্যকরী সভাপতি দীনেশ চন্দ্র রায় আরোহ্ অঞ্চল নেতারঘর ।