বলরামপুরে পথ অবরোধ
মানিক বর্মন, তুফানগঞ্জ : তুফানগঞ্জ ১নং ব্লকের অন্তর্গত বলরামপুর ১গ্রাম পঞ্চায়েতের তুফানগঞ্জ থেকে দিনহাটা যাওয়ার রাজ্য সড়ক অবরোধ করল বলরামপুর এলাকাবাসী । বেহাল রাস্তার সংস্কারের দাবিতে সকাল থেকে রাস্তা অবরোধ করে। কয়েক দিন টানা বৃষ্টিতে এমনিতেই বন্যা পরিস্থিতি তৈরী হয়েছে তারই মাঝে পথ অবরোধে সমস্যায় পড়েছেন সাধারন মানুষ। রাস্তার দুই ধারে প্রচুর গাড়ি অাটকে রয়েছে । অবোরধ প্রায় ১.৩০ঘন্টা ধরে চলে । পরে ঘটনা স্থলে বলরামপুর ফাঁড়ি থানার পুলিশ পৌঁছায়। তাদের অাশ্বাসে কোন কাজ না হওয়ায় বলরামপুর ১গ্রাম পঞ্চায়েত প্রধান নিরেন নারায়ন ঘটনা স্থলে অাসলে রাস্তা ঠিক করার আশ্বাস দিলে অবরোধ উঠে যায় ।