পেট্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ ফালাকাটায়
নিজ খবরিয়া, ফালাকাটা: পেট্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ফালাকাটায় প্রতিবাদ দেখাল বাম-কংগ্রেস। সিপিএম ও আরএসপির সাথে কংগ্রেস পেট্র পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্র সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাল ফালাকাটায়। উল্লেখ্য যে, দেশে পেট্রোল ও ডিজেলের দাম উর্ধ্বমুখী এবং রান্নার গ্যাসের দাম বাড়ার আশঙ্কা রয়েছে। ফালাকাটায় পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস ও বামেরা বিক্ষোভ দেখায়। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি মৃন্ময় সরকার পাপন, সিপিআইএম নেতা নেপাল ঘোষ, আরএসপি জ্ঞান চন্দ্র দাস, সঞ্জীব বক্সি উপস্থিত ছিলেন।