কলেজে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলছে, লীলাবতী মহাবিদ্যালয়ে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেলেন শিক্ষকরা
নিজস্ব প্রতিবেদক, জটেশ্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার গঠনের পর রাজ্যের প্রতিটি জেলাতে বেশ কিছু নতুন কলেজ প্রতিষ্ঠিত হয়। পুরণো কলেজগুলোর পাশাপাশি নতুন কলেজগুলিতে অতিথি শিক্ষকরা যোগদান করেন। তবে নতুন কলেজগুলি তৈরির পর থেকেই পরিচালনা ও পঠনপাঠনের কার্যভার সামলেছেন অতিথি শিক্ষকরা। যৎসামান্য পারিশ্রমিকের বিনিময়ে তারা কলেজগুলি সচল রেখেছেন। অতিথি শিক্ষকদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তাদের স্থায়ীকরণের চিন্তাভাবনা করেন এবং তার নির্দেশে স্টেট এইডেড কলেজ টিচার হিসাবে অতিথি শিক্ষকদের নিয়োগ করার প্রক্রিয়া চলছে।
আজ জটেশ্বরে লীলাবতী মহাবিদ্যালয়ের অতিথি শিক্ষকদের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ নারায়ণ চন্দ্র বসুনিয়া। পরিচালন সমিতির সভাপতি তথা জটেশ্বর ২ নং অঞ্চলের প্রধান সমরেশ পালের উপস্থিতিতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ নারায়ণ চন্দ্র বসুনিয়া পঁনেরো জন অতিথি অধ্যাপকের মধ্যে চোদ্দ জনের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেন। উল্লেখ্য যে অনন্ত রাভা নামে একজন অতিথি অধ্যাপক স্থায়ী অধ্যাপক হিসাবে চাকরি পেয়েছেন শীতলখুচি কলেজে। এদিন এনগেজমেন্ট লেটার হাতে পেয়ে খুশি হয়েছেন লীলাবতী মহাবিদ্যালয়ের স্টেট এইডেড কলেজ টিচাররা। কলেজের অতিথি অধ্যাপক সমিতির কনভেনর পবিত্র রায় বলেন, “কলেজ চালু হওয়ার পর থেকে আমরা সামান্য সাম্মানিের বিনিময়ে আমরা শিক্ষকতা করেছি। আমাদের দীর্ঘদিনের দাবি পূরণ হলো। এর জন্য আমাদের মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ নারায়ণ চন্দ্র বসুনিয়া, কলেজের বড়বাবু সুদীপ্ত ঘোষ, কলেজ পরিচালন সমিতির সভাপতি সমরেশ পাল মহাশয়ের কাছে”। কলেজ পরিচালন সমিতির সভাপতি সমরেশ পাল বলেন, ” আশাকরি আমাদের শিক্ষকেরা আমাদের কলেজকে আরো এগিয়ে নিয়ে যাবে”। লীলাবতী মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ নারায়ণ চন্দ্র বসুনিয়া বলেন, ” রাজ্যের উচ্চ শিক্ষা দপ্তরের নির্দেশ পাওয়ার পর আমরা আমাদের কলেজের চোদ্দ জন অতিথি অধ্যাপকের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেওয়া হয়। “