খেলোয়াড়ের মৃত্যুর ঘটনা নিয়ে সরগরম শিলিগুড়ি
সঞ্জয় হালদার, শিলিগুড়ি: আজ চিকিৎসা না পেয়ে তরুণ প্রতিভাবান ফুটবলার জয় মাহাতোর মৃত্যুর অপ্রীতিকর ঘটনার প্রতিবাদে কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে সুইমিং পুলের সামনে কয়েকশো খেলোয়াড় জমায়েত হয়ে তার ছবির এক মিনিট নীরবতাও পালন করেন এবং মোমবাতি জ্বালান। খেলোয়াড়দের পক্ষ থেকে এমন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় তারও দাবি তোলা হয়। জয়ের সঙ্গে এক সময় খেলা ফুটবলার রাজা মল্লিক ক্ষোভে ফেটে পড়ে বলেন, ‘আমরা নার্সিংহোমের বিরুদ্ধে কড়া ব্যবস্থার দাবি জানাচ্ছি। বৃহস্পতিবার রাতে জয় জরুরি চিকিৎসা পেলে এভাবে মারা যেত না।’ প্রাক্তন ক্রিকেটার মনোজ ভার্মার কথায়, ‘চিকিৎসা না পেয়ে একজন খেলোয়াড়ের মৃত্যু কিছুতেই মানা যায় না। পুরো ঘটনার তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রশাসনের কাছে করছি।’