১৬৫ তম হুল দিবস পালন সহ বস্ত্র বিতরণ করনদিঘী এবং হেমতাবাদে

ধর্মেন সিংহ, উত্তর দিনাজপুর : পশ্চিমবঙ্গ সরকার অনগ্রসর কল্যাণ এবং আদিবাসী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে করনদিঘীর ব্লকের আলতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ও হেমতাবাদের চৈনগরে ১৬৫তম হুল দিবস আনুষ্ঠানিক ভাবে পালন করা হল মঙ্গলবার। এদিন শহীদ বেদীতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। আদিবাসী ও অন্যান্য লোক শিল্পীদের অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করে অনুষ্ঠান মঞ্চে সাঁওতাল বিদ্রোহের ইতিহাস সবার সামনে তুলে ধরা হয় । আদিবাসী তথা সাঁওতালদেল প্রথা ও সংস্কৃতিকে ধরে রাখতে উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম পালের উদ্যোগে ও যুব শক্তির সহযোগিতায় হেমতাবাদ ও করনদিঘীতে ৫০০ জন পুরুষ ও মহিলার হাতে শাড়ি, পঞ্জাবী ও পাঞ্চি দিয়ে সংবর্ধনা ও মিস্টিমুখ করান। গৌতমবাবু জানিয়েছেন, সাঁওতাল বিদ্রোহে শহীদ বীর সিধু ও কানহুকে সম্মান জানাতে এবং আদিবাসী তথা সিধু কানহু বিরত্বের ইতিহাস স্বরন করার জন্য আগামী বছর সাঁওতাল বিদ্রোহের দিন করনদিঘীর সরকারি জায়গায় পাথরের মূর্তি স্থাপন করা হবে। এদিন আলতাপুর উচ্চ বিদ্যালয়ের অনুষ্ঠানের শুভ সূচনা করেন পশ্চিমবঙ্গ সরকারের শ্রম বিভাগের রাষ্ট্রমন্ত্রী জনাব মোহাম্মদ গোলাম রাব্বানী, করনদিঘীর বিধায়ক মনোদেব সিনহা, জেলা শাসক অরবিন্দ কুমার মীনা, করনদিঘীর বিডিও বিজয় মোক্তান , পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ কামরুজ্জা , সহ-সভাপতি স্যামুয়েল মার্ডি , আলতপুর- ১ও২ নং গ্রাম পঞ্চায়েতের প্রধান জিয়াউর আলি ও পবন সিংহ সহ এলাকার বিশিষ্ট ব‍্যক্তিগন । এদিন জয় বাংলা ও জয়জোহার প্রকল্পের ফর্ম দেওয়া হয়। এছাড়াও কালকে ফুটবল প্রতিযোগিতা সহ অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জানান স্যামুয়েল মার্ডি। করনদিঘী ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে মানুষজন যোগ দিয়েছেন বলে জানা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *