বাবা সহ তিন ছেলের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ ধূপগুড়িতে

বাবা সহ তার তিন ছেলের বিরুদ্ধে গৃহবধুর শ্লীলতাহানির অভিযোগ উঠলো ধূপগুড়ির সাকোয়াঝোড়া ২ অঞ্চলে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেল নাগাদ। অভিযোগ সূত্রে জানা গেছে, নরেশ চন্দ্র রায় নামে ঐ এলাকার এক ব্যক্তি অভিযোগকারী গৃহবধুকে একা পেয়ে নানান সময়ে কু-প্রস্তাব দিতেন। বিষয়টি স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ অন্যান্য নেতাদের জানালে লকডাউনের কারণে ঐ সময় কোন ব্যবস্থা নিতে পারেনি স্থানীয় নেতা ও জনপ্রতিনিধিরা, তারা লকডাউন ওঠার পর বিষয়টির মীমাংসা করার প্রস্তাব দেন। অভিযোগ যে, ঐ ব্যক্তি সুযোগ বুঝে ঐ গৃহবধূর প্রতি নানান অশ্লীল অঙ্গভঙ্গি করতেন। অভিযোগ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল তিনটা নাগাদ ফাঁকা বাড়ি পেয়ে অভিযুক্ত ব্যক্তি গৃহবধূর ঘরে ঢুকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ঐ বধূর চিৎকারে পাড়া প্রতিবেশী ও তার স্বামী ছুটে এসে। পরে অভিযুক্ত ব্যক্তির তিন ছেলে ছুটে আসে তাদের বাবাকে বাঁচাতে। অভিযোগ যে, ঐ তিনজন অভিযোগকারী মহিলাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে এবং স্বামী সহ ঐ গৃহবধূকে মারধর করে। মারধর করার সময় ঐ গৃহবধূর শ্লীলতাহানি করে তিন যুবক বলে জানা গেছে অভিযোগ মারফৎ। ঘটনায় ধূপগুড়ি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *