বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু যুবকের
সৌমিত্র বর্মন, ফুলবাড়ী: মাথাভাঙা ২ নং ব্লকের ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের টেংনামাড়ি এলাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম প্রকাশ বর্মন (১৭)। পরিবার সূত্রে জানা যায়, সোমবার সকালে ওই যুবককে তার ঘরে ডাকতে গেলে বিছানায় তার শরীরের সাথে একটি ফ্যান ও তার লেগে ছিলো বলে জানায় পরিবারের লোকেরা। তাকে ডাকাডাকি করলেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় ধুপগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত বলে ঘোষণা করে। এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়।