গঙ্গারামপুর রেল স্টেশনে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভ
পল মৈত্র, দক্ষিণ দিনাজপুরঃ মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেল স্টেশনে কেন্দ্রের ভারতীয় রেলের বেসরকারিকরণ করার প্রতিবাদে গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এদিন বিক্ষোভ অবস্থান কর্মসূচি পালন হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ সমগ্র রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী ও সমর্থকরা দফায় দফায় কেন্দ্রের খামখেয়ালিপনা নানান সিদ্ধান্তের প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর রেলস্টেশনের এমনই চিত্র ধরা পড়ল সংবাদমাধ্যমের ক্যামেরায় এদিন বিক্ষোভ অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার প্রশাসক অমলেন্দু সরকার পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য রাকেশ পন্ডিত গঙ্গারামপুর টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি অশোক বর্ধন গঙ্গারামপুর এর ৪১ নং বিধানসভার বিধায়ক গৌতম দাস কো কনভেনার অসীম চ্যাটার্জিসহ তৃণমূল কংগ্রেসের আরো দলীয় নেতা ও বিশিষ্ট রা এই বিষয়ে গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক গৌতম দাস জানান কেন্দ্রের হঠকারিতা সিদ্ধান্ত খামখেয়ালিপনা যেভাবে পেট্রোলের মূল্যবৃদ্ধি করছে সাথে ভারতীয় রেল বেসরকারিকরণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্দেশে আমরা দলীয় কর্মী ও সমর্থকরা দফায় দফায় রাজ্যজুড়ে বিভিন্ন জায়গায় স্টেশনগুলোতে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছে সূত্রের খবর আগামী একুশে জুলাই অবধি তৃণমূল কংগ্রেসের তরফে নানান কর্মসূচি রয়েছে এদিন গঙ্গারামপুর তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মী-সমর্থকদের ছিল যথেষ্ট লক্ষণীয়ভাবে।