সেভ ড্রাইভ সেভ লাইভ এর বর্ষপূর্তি উদযাপন
ময়নাগুড়ি, ৮ জুলাই : মুখ্যমন্ত্রীর সেভ ড্রাইভ সেভ লাইভ সচেতনতা মূলক কর্মসূচির চতুর্থ বর্ষ পূরণ উপলক্ষ্যে বাইক রেলি করলো ময়নাগুড়ি পুলিশ প্রশাসন। বুধবার ময়নাগুড়ি ট্রাফিক পুলিশের প্রচেষ্টায় এই চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে পুলিশ কর্মী সিভিক ভোলান্টিয়াররা মাথায় হেলমেট এবং মুখে মাস্ক পরে বাইক রেলি করেন। এই রেলি ময়নাগুড়ি থানা থেকে শুরু করে গোটা ময়নাগুড়ি শহর পরিক্রমা করে। এই বাইক রেলির সূচনার সময় উপস্থিত ছিলেন ময়নাগুড়ির বিডিও ফিন্টস শেরপা, ময়নাগুড়ির বিধায়ক অনন্ত দেব অধিকারী, ময়নাগুড়ির থানার আইসি অসীম গোপ, ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি শিবম রায় বসুনিয়া, ময়নাগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান সজল বিশ্বাস, মনোজ রায় সহ প্রমুখরা। এই রেলি শেষ করার পর প্রায় ৩০০ জন পথ চলতি মানুষকে মাস্ক বিলি করেন তারা।এ বিষয়ে ময়নাগুড়ি থানার ট্রাফিক ওসি মানিক দাস বলেন, ” আজকে সেভ ড্রাইভ, সেভ লাইভ এর চতুর্থ বর্ষ পূর্তি উপলক্ষ্যে গোটা রাজ্য জুড়ে এই অনুষ্ঠান হচ্ছে। আমরা ময়নাগুড়ি থানার পক্ষ থেকে একটি বাইক রেলি করে মাস্ক বিতরণ করি।”