তৃণমূলের ওপর থেকে সমর্থন তুলে নিচ্ছেন মূসলিম সংগঠন ডুয়ার্স মিল্লাত ইসলামিয়া

সুব্রত রায়, ধূপগুড়ি: প্রতিশ্রুতি দিয়ে কথা রাখে নি মন্ত্রী অরূপ বিশ্বাস ও তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূল দলের থেকে সমর্থন তুলে নিল মুসলিম সংগঠন ডুয়ার্স মিল্লাত ইসলামিয়া( ডি এম আই)।

এরপর আর নির্বাচনে তৃণমূলকে ভোট দেবেনা মুসলিমেরা এমনই দাবি করলেন সংগঠনের নেতৃত্ব ধূপগুড়ি প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান সংগঠনের নেতৃত্বরা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সুপ্রিম ডি.এম.আই মহম্মদ মিজানুর রহমান, সেন্ট্রাল কমিটির সভাপতি মহম্মদ কাদের আলি, মহম্মদ মিজানুর রহমান এবং সেন্ট্রাল কমিটির সহ সভাপতি সালামত আনসারি ।

বৃহস্পতিবার ধূপগুড়িতে সাংবাদিক সম্মেলন করে তারা এই সিদ্ধান্তের কথা জানান। সম্মেলনে সংগঠনের নেতারা দাবি করেন, কোচবিহারে ২৭ শতাংশ জলপাইগুড়িতে ১৯ শতাংশ, আলিপুরদুয়ারে ১১.৫০ শতাংশ, এবং দার্জিলিংয়ে ৮ শতাংশ মানুষ এই সংগঠনের সঙ্গে জড়িত এবং এই সংগঠনের প্রায় ৯৯ শতাংশ মানুষ গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ঢেলে ভোট দিয়েছিল। সংগঠনের দাবি প্রতিশ্রুতি মত কোন কথা রাখেনি তৃণমূল, তাই তৃণমূলের সঙ্গে সম্পর্কে ছেদ ঘটাতে চাইছেন তারা। সংগঠনের আরো দাবি মুসলিমদের চাকরির সংরক্ষণ, বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধায় অগ্ৰাধিকার, সংগঠনের সরকারি বোর্ড গঠন, সরকারিভাবে কবরস্থান গুলোর প্রাচীরের ব্যবস্থা করার দাবি পূরণ করেনি তৃণমূল। তাই তৃণমূল কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীতে আর কোন প্রতিশ্রুতি দিয়ে কাজ হবে না। আগে কাজ তারপর আমরা বিশ্বাস করব। যে দল আমাদের কাজ করে দেবে তাদেরকেই সমর্থন জানাবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *