দিদির নির্দেশ মেনে তৃণমূলের পথসভা দেওয়ানবসে

বিদ্যুৎ কান্তি বর্মন,সিঙ্গিজানি,৯জুলাই: তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে কোচবিহার জেলাজুড়ে বিভিন্ন একলার বুথে ৬ই জুলাই থেকে ২১জুলাই পর্যন্ত চলবে দলীয় কার্যকলাপ।সভা ,পথসভা সহ একাধিক কর্মসূচি এমনটাই জানা গেছে তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে।
আজ বৃহস্পতিবার ঠিক একই ভাবে তৃণমূল সভানেত্রীর নির্দেশ মেনেই মাথাভাঙ্গা বিধানসভার বড়ো শৌলমারী অঞ্চলে দেওয়ানবস বাজারে পথসভা করলো তৃণমূল কংগ্রেস। এই সভায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, মাথাভাঙ্গা বিধানসভার কনভেনার হরিপদো মিত্র, বড়ো শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপঙ্কর বর্মন, অঞ্চল কমিটির সদস্য ধনিরাম রাম বর্মন সহ অন্যান্য নেতৃবৃন্দরা।
এই দিনের পথসভায় তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন নতুন ৫৭টি প্রকল্প আলোচনা সহ কেন্দ্র সরকারের একাধিক দুর্নীতির কথা তুলে ধরেন বক্তব্যের মধ্যদিয়ে, সাথে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধি , কয়লা খনি ও সরকারি ট্রেনকে বেসরকারিকরণ নিয়ে ধিক্কার ও প্রতিবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *