বানারহাটে হাতির হামলায় মৃত ১
সুব্রত রায়, বানারহাট: বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ বানারহাটের শান্তি পাড়া এলাকায় একটি হাতি ঢুকে পড়ে। বেশ কয়েকটি বাড়ি হাতির হামলায় ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গেছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ত্রিনিটি বিদ্যালয়ের পাশে হাতির হামলায় একজনের মৃত্যু হয়েছে। আতংকিত হয়ে পড়েছেন শান্তি পাড়া সহ বানারহাটের বাসিন্দারা।