শ্বশুর বাড়ির লোকের হাতে খুন জামাই সহ ছোট্ট ছাওয়া, আহত আরহ তিনজন

তন্ময় রায়, খড়িবাড়ি, ১১ জুলাইঃ পারিবারিক ঝামেলার কারনে শশুরবাড়ির লোকের হাতে খুন হইল জামাই সহ আরেকটা ছোট্ট ছাওয়া। এছাড়াও গুরুতর আহত হইসে আরহ তিনজন।
শুক্রবার রাতিত এই ঘটনা ঘটিসে খড়িবাড়ী ব্লকের বুড়াগঞ্জ গ্রাম পঞ্চায়েতের হাতিডোবা এলাকার সঞ্জিত সরকার নামে এক মানষির বাড়িত।

জানা গেইসে , একবছর আগত সঞ্জয় সরকার জলপাইগুড়ি জেলার কতোয়ালী থানা এলাকার মউ চাকী (সরকার) নামে এক বেটিছাওয়াক পালায়া বেহা করি নিয়া আইসে। তারপর মাঝে মধ্যেই সঞ্জয় সরকারের স্ত্রী তার বাপের বাড়িত ফোন করি শারীরিক নির্যাতনের অভিযোগ জানায়। বিতাকালি রাতিত সঞ্জয় সরকারের স্ত্রীর পরিবারের লোকজন হঠাৎ করি হামলা করির আইসে।

অভিযোগকারীর বক্তব্য, বিতাকালি রাতি ৯টা নাগাদ সঞ্জয় সরকারের শশুর বাড়ির লোকজন তার বাড়িত আসিয়া সঞ্জয় সরকার আর তার বাড়ির মানষিলাক গালিগালাজ করে আরহ হুমকি দেয়। তর্কবিতর্ক চলার সময় হঠাৎ ধারালো অস্ত্র দিয়া সঞ্জয়ের পরিবারের উপর হামলা শুরু করে। ঘটনাস্থলতে মারা যায় সঞ্জয় সরকার। চিৎকার চেঁচামেচি হইতেয় পাড়ার লোকজন জড়ো হইলে হামলাকারীলা পালায় যায়। গুরুতর জখম হয় সঞ্জয় সরকারের দাদা সঞ্জিত সরকার, বৌদি দীপ্তি সরকার, বইন জ্যোৎস্না সরকার আর দাদার ছোট্ট ছাওয়া তৃষা সরকার। এমাক সগাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালত ভর্তি করা হইসে। জানা গেইসে গুরুতর জখম হয়া ছোট্ট ছাওয়া তৃষা মারা গেইসে।
এই বিষয়ে তদন্ত শুরু করিসে খড়িবাড়ি পুলিশ। অভিযুক্ত পাচজনক গ্রেফতার করা হইসে কয়া জানাইসে খড়িবাড়ি থানার বড়বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *