জলমগ্ন পরিবারের হাতে ত্রাণ পৌঁছে দিলেন স্থানীয় পঞ্চায়েত
বাপ্পা রায়, ময়নাগুড়ি, ১২ জুলাই : ডুয়ার্সে ভারী বৃষ্টির ফলে জলঢাকা নদীর জল ফুলে ফেঁপে উঠেছে। এরফলে নদীর নির্দিষ্ট গতি পথ থেকে বাঁক নিয়েছে। জল ঢুকে পড়েছে লোকালয়ে। ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের বেতগাড়া খড়িবাড়ি বুথের প্রায় শতাধিক বাড়িতে ঢুকে পড়েছে জল। এর ফলে রান্না প্রায় বন্ধের মুখে। এই অবস্থায় তারা সাহায্যের আর্জি জানিয়েছিলেন প্রশাসনের কাছে। রবিবার খড়িবাড়ি বুথের পঞ্চায়েত সদস্যার উদ্যোগে ওই এলাকায় কিছু ত্রাণ বিলি করা হয়। এদিন স্থানীয় পঞ্চায়েত এর উদ্যোগে চিরে এবং গুড় দেওয়া হয় পরিবার গুলির হাতে। স্থানীয় পঞ্চায়েত সদস্যা জ্ঞানদা রায় বলেন, ” বাড়ি গুলিতে জল ঢুকে গিয়েছে। ফলে তাদের খাওয়ায় সমস্যা হচ্ছে। তাই আমরা পঞ্চায়েতের উদ্যোগে তাদের চিরে ও গুড় দিলাম আপাতত। বিডিওকে জানিয়েছি বিষয়টি দেখার জন্য।”