জলমগ্ন পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন পুলিশ
রামপ্রসাদ মোদক, রাজগঞ্জ: তিন দিন ধরে প্রবল বৃষ্টিতে করোতোয়া নদী ও সাহু নদীর জল জলোচ্ছ্বাসে রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েত এবং সন্ন্যাসী ঘাটা গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। রবিবার জলবন্দি মানুষদের খাদ্য সামগ্রী ও বস্ত্র তুলে দিল রাজগঞ্জ পুলিশ। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় জলবন্দি মানুষদের হাতে খাদ্য সামগ্রী বস্ত্র তুলে দেন জলপাইগুড়ি সদর সার্কেল সি আই ডিপোজ্জ্বল ভৌমিক, রাজগঞ্জ থানার ওসি কেশাং লামা প্রমুখ।