এবার মাধ্যমিকে মেখলিগঞ্জ ব্লকে সম্ভাব্য প্রথম উৎস বসাক

বিজয় চন্দ্র বর্মন, জামালদহ ও মেখলিগঞ্জ, ১৬ জুলাইঃ এবারের মাধ্যমিক পরীক্ষার ফলাফলেও
মেখলিগঞ্জ ব্লকের মধ্যে সম্ভাব্য সেরা জামালদহ তুলসী দেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র উৎস বসাক। তার প্রাপ্ত নম্বর ৬৪৯ হয়েও মন খারাপ। সে জানায়, আরও ভালো ফলাফল আশা করেছিলাম। কিন্তু ইতিহাসে ও ইংরেজি বিষয়ে কম নম্বর এসেছে৷
উৎস বসাকের বাড়ি জামালদহের ১৮৭ নং খারিজা গোপাল পুর গ্রামে। বর্তমানে তারা জলপাইগুড়িতে থাকে। বাবা জয়ন্ত বসাক পেশায় ব্যাবসায়ী ও ও মা গৌরী বসাক গৃহকর্ত্রী । উৎস বাংলায় পেয়েছে ৯২, জীবন বিজ্ঞানে ৯৮, ভৌত বিজ্ঞানে ৯৪, অংকে ৯৪, ভুগোলে ৯৬, ইংরাজিতে ৯০ এবং ইতিহাসে ৮৫ । উৎসব জানায়, সে মোবাইলে ইন্টারনেট ঘেটে ও অনলাইনে পড়াশুনো করতে ভালো বাসে। তার কোনও গৃহশিক্ষক ছিল না। আজকে যে ফলাফল করেছে সেটা তার ঐকান্তিক প্রচেষ্টার ফল। এর থেকেও ভালো ফল আশা করেছিল উৎস। কিন্তু তা না হওয়ায় সে মানসিক ভাবে কিছুটা বিধ্বস্থ হয়ে পড়েছে। আগামি দিনে সে পড়াশুনো চালিয়ে যেতে চায়। ভবিষ্যতে কোন পেশায় আসার ইচ্ছে , সে বিষয়ে এখনই কিছু জানাতে রাজি নয় সে । আবার ডাক্তার বা ইঞ্জিনিয়ার পেশাও তার পছন্দ নয় বলে সে জানায়। উৎসের ফলাফলে খুশি বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবাশীষ কুমার চন্দ ও অন্যান্য সহকারী শিক্ষক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *