কলেজের ফি মুকুবের দাবিতে বিক্ষোভ,ছাত্রছাত্রীদের সাথে পুলিশের ধস্তাধস্তি কালিয়াগঞ্জ কলেজ

উত্তর দিনাজপুর,নিজেস্ব প্রতিনিধি: স্নাতক স্তরের তৃতীয় বর্ষের বার্ষিক ফি মুকুবের দাবিতে কালিয়াগঞ্জ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের বিক্ষোভ, শিক্ষাবর্ষের ফি মুকুবের দাবি জানাতে গেলে পুলিশ পড়ুয়াদের মধ্যে বচসা সৃষ্টি হয়, স্নাতক স্তরের তৃতীয় বর্ষের পড়ুয়াদের অভিযোগ গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় গত ৭ই জুলাই তৃতীয় বর্ষের ছাত্র ছাত্রীদের বার্ষিক ফি মুকুব করেছে সেখানে বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা কালিয়াগঞ্জ কলেজ কেন ফি মুকুব করবে না কালিয়াগঞ্জ কলেজ ভর্তির এবং পরীক্ষার ফি বাবদ ছাত্র ছাত্রীদের কাছ থেকে ৪০৫৫ টাকা করে নিচ্ছে যা এই লকডাউনের মধ্য দেওয়া সম্ভব না
অথচ লকডাউনের মাঝে অনেক ছাত্র ছাত্রী যেখানে ২০০০-২২০০টাকা দিয়ে ভর্তি হয়েছে সেখানে এই মুহূর্তে কেন ৪০৫৫ টাকা ছাত্র ছাত্রীদের কাছে ভর্তির জন অবৈধ ভাবে নেওয়া হবে?এটা আমরা কোন ভাবেই দিতে পারবেনা বলে জানায় স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র গণেশ কর্মকার ,সুদীপ ঘোষ সহ বেশ কিছু কালিয়াগঞ্জ কলেজের ছাত্র ছাত্রীরা।
কালিয়াগঞ্জ কলেজের অধ্যক্ষ ডঃ পীযুষ দাস কে এ ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেন আমাদের কলেজ কোন ভাবেই অতিরিক্ত ফি ছাত্র ছাত্রীদের কাছ থেকে নিচ্ছে না, আমি দায়িত্ব নিয়ে এইটুকু বলতে পারি । কেউ ছাত্র ছাত্রীদের উস্কিয়ে দিয়েছে বলে ছাত্ররা কলেজে প্রতিবাদ করতে নেমেছে।কলেজের ছাত্র ছাত্রীরা ফি মুকুবের দাবি জানাতে গেলে পুলিশের লাঠির সামনে পড়তে হচ্ছে কেন?এই প্রশ্নের উত্তরে ডঃপীযুষ কুমার দাস বলেন আমি ঠিক বলতে পারছিনা তবে পুলিশ যদি ছাত্রদের সাথে এই ধরনের ব্যবহার করে সেটা কোনভাবেই ঠিক করেনি।ব্যাপারটা নিয়ে নিশ্চয় আমি খোঁজ নিচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *