ভার্চুয়াল সভার মধ্য দিয়ে সম্ভাব্য সেরা ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা

বিদ্যুৎ কান্তি বর্মন, সিঙ্গিজানি,২১জুলাই:- মাথাভাঙ্গা বিধানসভার বড় শৌলমারী অঞ্চলেও বুথে বুথে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জীর নির্দেশ মেনে পালিত হলো ভার্চুয়াল সভা এমনটাই জানা যায় দলীয় সূত্রে। প্রায় প্রতি বুথে মঞ্চ তৈরী করে এলাকার বুথ কমিটির সদস্যরা দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শহীদ স্মরণে মাল্যদান করে ও তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির বক্তব্য টিভির-মোবাই মাধ্যমে দেখে ভার্চুয়াল সভা পালন করে বলে জানাযায়।আর এই ভার্চুয়াল সভার মধ্য দিয়ে বড় শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেস ত্রিপানীঘাট ৩৪ নং বুথে সম্ভাব্য সিঙ্গিজনি হাই স্কুলের ও বড় শৌলমারী অঞ্চলের উচ্চমাধ্যমিক সেরা প্রথম,দ্বিতীয় ও তৃতীয় ছাত্র-ছাত্রীদের হাতে সম্বর্ধনা তুলে দেয় ওইদিন। জানা যায় ভার্চুয়াল সভার শেষে এই কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান সিঙ্গিজনি হাই স্কুল সম্ভব ৪৭০ পেয়ে প্রথম মানসী বিশ্বাস, ৪৫৭ পেয়ে দ্বিতীয় স্নেহাশীষ বর্মন, ও ৩৯৯ পেয়ে সম্ভাব্য তৃতীয় পম্পি বাড়ই সহ অঞ্চলের সেরা সম্ভব্য ফালাকাটা গার্লস হাই স্কুলের পৌলবী মজুমদার(৪৭৪) সম্বর্ধনা করা হয় এমনটাই জানান অঞ্চল কমিটির সদস্য ধনিরাম বর্মন।
অপরদিকে বড় শৌলমারী অঞ্চল তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি দীপঙ্কর বর্মন জানান আজ থেকে ২৭বছর আগে ১৯৯৩ সালে ২১ জুলাই ১৩ জন তৃণমূল কংগ্রেসের যুব কর্মীকে সিপিএম সরকারের দ্বারা পরিচালিত পুলিশ গুলি করে হত্যা করে তারই পরিপ্রেক্ষিতে সেদিন থেকে একুশে জুলাই শহীদ স্মরণ পালিত হয়ে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *