পাগলাপীর এলাকায় সাপ উদ্ধার

বিজয় বর্মন, শীতলকুচি: শীতলখুচি ব্লকের পাগলাপীর বাজারে এক ডাক্তারের দোকান থেকে ১২ টি গোখরো সাপের বাচ্চা ও ১ টি বড় গোখরো উদ্ধার হল। পাগলাপীর বাজারে জুয়েল মিয়ার ডাক্তারের দোকান, সেই দোকানে হঠাৎ করে ওই ডাক্তার বাবুর চোখে পড়ে তার দোকান থেকে গোখরো বাচ্চা নিয়ে বেরিয়ে আসতে ছিল,এমন সময় সেই ডাক্তার সাপ সাপ বলে চিৎকার করলে আবার ঘরের মেঝের ভিতরে ঢুকে পড়ে তৎক্ষণাৎ লোক জড়ো হলে সেই দোকানের ঝাঁপ তুলে খোড়াখুড়ির পর স্থানীয় জনগণ প্রথমে আটটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে পরে বনদপ্তর কে খবর দেওয়া হলে সেই বনদপ্তর থেকে লোক এসে আরও কয়েকটি বাচ্চা সমেত উদ্ধার করে, দোকানের মধ্যে এতগুলো সাপ উদ্ধার হওয়ায় দোকানদার ভয়ে জড়সড়। সাপ উদ্ধারের সময় লোকের সমাগম ছিল চোখে পড়ার মতো। বনদপ্তরের কর্মীরা সব কটি সাপকে নিয়ে যায় এবং তারা সেই সবগুলিকে জঙ্গলে ছেড়ে দিবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *