ধূপগুড়ি সোনাখালীর মেলা থাকি নিখোঁজ খগেনহাটের কিশোরী উদ্ধার, ঘটনায় আটক ১
ক্ষীরোদা রায়, খগেনহাটের: ৩১ ডিসেম্বর ধূপগুড়ি সোনাখালীর মেলা থাকি নিখোঁজ ফালাকাটা ব্লকের ধনীরামপুর ১ অঞ্চলের দেওমালি গ্রামের এক কিশোরীক উদ্ধার করার পর এবার ঐ কিশোরীক অপহরনের ঘটনাতে গ্রেপ্তার সেই কিশোরীর পাচারকারী। ধূপগুড়ি থানার পুলিশ ফালাকাটার দেশবন্ধু পাড়া থাকি গ্রেপ্তার করে রাহুল হোসেন নামে এক যুবক অক। উল্লেখ্য একাদশ শ্রেণীর পড়ুয়া ঐ কিশোরীর নিখোঁজের খবর হামার খবরত প্রথম প্রকাশ হয়। ধূপগুড়ি থানার পুলিশ পাঁচদিন আগত ইসলামপুর থাকি ঐ কিশোরীক উদ্ধার করে। স্বাস্থ্য পরীক্ষার পর ঐ কিশোরীক জলপাইগুড়ি আদালত অত তুলা হয়। বর্তমানে বাড়িতে হোম কোয়ারেন্টাইন অত আছে ঐ কিশোরী। দুইদিন আগত ঐ কিশোরীর বাবার মোবাইল অত একটা অচিনা নাম্বার থাকি ফোন আইসে। সেই ফোনের সূত্র ধরি ধূপগুড়ি আর ফালাকাটা থানার পুলিশ যৌথভাবে অভিযান চালে ফালাকাটার দেশবন্ধু পাড়া থাকি দ্যাওবার দুপুরে আসামের বাসিন্দা রাহুল হোসেন নামে ঐ যুবক অক গ্রেপ্তার করে পুলিশ। সোমবার আদালত অত তুলা হবে রাহুল হোসেন অক।