কার্গিল বিজয় দিবস পালন করে তৃণমূল ছাত্র পরিষদ
মিন্টু সিংহ, বিধাননগর ২৬ জুলাই: ২৬ শে জুলাই কারগিল বিজয় দিবস। কারগিল বিজয় দিবসে ফাঁসিদেওয়া তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের তরফ থেকে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর এলাকার যে সকল কর্তব্যরত বীর সৈনিকদের শ্রদ্ধা জানাতে গিয়ে তাদের বাবাদের সংবর্ধনা দেওয়া হলো। এর পাশাপাশি ডাঙ্গিবস্তি গ্ৰামে অসহায় মানুষদের মধ্যে চাল ও প্রত্যেককেই একটি করে মাস্ক তুলে দেওয়া হয়। শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষের উদ্যোগে সংবর্ধনা দেওয়া ও চাল, মাস্ক বিতরণ করা হয় বলে জানা গিয়েছে।